বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:- দন্তে তনেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে দিল্লি পুলিশ। তাদের দাবি, শ্রদ্ধার টুকরো টুকরো দেহাংশ ফ্রিজে রেখে আফতাব অন্য মেয়েদের সঙ্গে একই বাড়িতে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।প্রেমিকাকে খুন করে দেহের টুকরো ফ্রিজে রেখে দিয়েছিলেন আফতাব আমিন পুণাওয়ালা। দিল্লির সেই ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যত তোলপাড় পড়ে গিয়েছে। আফতাবের নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ।
পুলিশ সূত্রে খবর, যে মহিলারা আফতাবের সঙ্গে সময় কাটাতে তাঁর বাড়িতে আসতেন, শ্রদ্ধার খুন সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না। বাড়িতে নতুন ফ্রিজ কিনেছিলেন আফতাব। ঘরের এক কোণে সেই ফ্রিজ রাখা থাকত। শুধু মহিলারাই নন, আফতাবের বন্ধুবান্ধবও আসতেন তাঁর বাড়িতে। তাঁরা সকলেই দেখতে পেতেন, ঘরে ঘরে অনেক ধূপ জ্বলছে। চড়া সুগন্ধি ছড়িয়ে রাখা হয়েছে চার দিকে। তবে কেউ কখনও স্বপ্নেও ভাবতে পারেননি বাড়িতে মৃতদেহ লুকিয়ে রেখেছেন আফতাব।প্রতি দিন রাত ২টো বাজলেই ফ্রিজ খুলতেন আফতাব। প্রেমিকার দেহের টুকরো একটি একটি করে তুলে নিতেন। তার পর নিকটবর্তী জঙ্গলে গিয়ে টুকরোগুলি ছড়িয়ে দিয়ে আসতেন, প্রতি দিন একটি করে।ওয়েব সিরিজ ‘ডেক্সটার’ দেখে অনুপ্রাণিত হয়ে শ্রদ্ধার মৃতদেহগুলি ৩৫ টুকরো করেন অভিযুক্ত আফতাব। দিল্লি পুলিশ শনিবার আফতাবকে গ্রেফতার করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।