সৌগত মন্ডল। রামপুরহাট- বীরভূম : এদিন বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত মল্লিকগুনা পাড়ার সর্পধারিনী ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত করা হলো।
সিউড়ী ৬ নং ওয়ার্ড কাউন্সিলার শ্রীমতি মণিদীপা মুখার্জীর বিশেষ সহযোগিতায় এদিন এই ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে বিভিন্ন ধরনের রোগের ডাক্তার উপস্থিত ছিলেন যেমন, হার্টের ডাক্তার, চোখের ডাক্তার ইত্যাদি।
এই ক্যাম্প করার জন্য অনেক মানুষ উপকৃত হয়েছেন। তারা জানান, আমরা এই রকম চিকিৎসা পেয়ে খুবই আনন্দিত।