বেঙ্গল ওয়াচ ডিজিটাল ডেস্ক: চতুর্থ বর্ষের পথে বিজয়গড়ের বাজিবাজার। আগে সুলভমূল্যে বাজি কিনতে গেলে এখানকার বাসিন্দাদের যেতে হত অনেক দূরে যেটা হয়তো সবার পক্ষে সম্ভব ছিল না কিন্তু এখন সেটা হাতের কাছে।
এই বাজি বাজার উদ্বোধন করলেন রাজ্যের সাংসদ মনীশ গুপ্তা মহাশয়। এই বাজিবাজার টা বসে বিজয়গড় ভারতমাতা পূজা প্রাঙ্গন ময়দানে।এখানে সব ধরনের আতস বাজি পাওয়া যাবে। ২১ টা দোকান নিয়ে এই বাজিবাজার বসেছে।
তবে ওখানের দোকানদারদের কথা অনুযায়ী যত সময় যাবে এই বাজিবাজার আরো বড় হয়ে উঠবে।