এই মূহুর্তে বনদপ্তরের ট্যাবলো মন কেড়েছে By News Editor - January 28, 2019 0 62 নিজস্ব প্রতিনিধিঃ প্রজাতন্ত্র দিবসে নদীয়া জেলার কৃষ্ণনগরে নদীয়া- মুর্শিদাবাদ ফরেস্ট ডিভিশনের ট্যাবলো সকলের মন জয় করে নিয়েছে। বন বিভাগের কর্মচারিরা এই ট্যাবলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ট্যাবলোর প্রতিপাদ্য বিষয় ছিল সৌভ্রাতৃত্বের বার্তা।