গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ প্রতি বছরের ন্যায় এবারও দাঁইহাট ফুটবল একাড়েমীর পরিচালনায় ।
দাঁইহাট ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কল্যাণ ব্যানার্জ্জী স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা দাঁইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ২৩ জানুয়ারী থেকে শুরু হয়েছে।
দ্বিতীয় খেলায় ২৪ জানুয়ারী বৃহস্পতিবার মানকুণ্ডর এগিয়ে চলো সংঘ ও দাঁইহাট ফুটবল একাডেমী মুখোমুখি হয়।
দাঁইহাট ফুটবল একাডেমী ২-০ গোলে জয়লাভ করে এবং ফাইনালে ওঠে। জয়সূচক গোল দুটি করেন ভুটন চৌধূরী ও ব্রাজিলিয়ান ফুটবলার প্রিন্স আজাভান।
দাঁইহাট ফুটবল একাডেমী দলে তিনজন নাইজেরিয়ান ও একজন ব্রাজিলিয়ান ফুটবলার ছিল। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয় দাঁইহাট ফুটবল একাডেমীর ভুটন চৌধুরী । খেলার মাঠে উপস্থিত ছিলেন দাঁইহাট পৌরসভার পৌর প্রধান শিশির কুমার মন্ডল,কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায় ও দাঁইহাট ফুটবল একাডেমি সম্পাদক নীলকান্ত রায় সহ প্রমুখ।
খেলার মাঠে প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। দাঁইহাট ফুটবল একাডেমি পক্ষ থেকে জানা যায়,প্রতিবছর আটটি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা হয়।কিন্তু এবার চারটি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হল।৷ দাঁইহাট ফুটবল একাডেমীর সম্পাদক নীলকান্ত রায় জানান,আগামী ৩ রা ফ্রেবুয়ারী রবিবার ব্যাণ্ডেল এন এফ সি ও দাঁইহাট ফুটবল একাডেমীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।