সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম : শুক্রবার  বীরভূমের ব্যস্ততম শহর রামপুরহাটে দিনের আলোয় রমরমিয়ে চলছে মধুচক্র। গোপন খবর পেয়ে, আজ রামপুরহাটের নামকরা একটি হোটেল থেকে রামপুরহাট থানার আই.সি ও এসডিপিও লজের ম্যানেজারসহ ৩ জন যুবক ও ২জন যুবতীকে আটক করে পুলিশ।

আটকদের জেরা করে পুলিশ। সাধারণ মানুষের প্রশ্ন উঠছে একটাই, আজই প্রথম না অনেক দিন ধরেই মধুচক্র চলছে এই শহরে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here