নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা পুরসভার ঢিলছোড়া দূরত্বে আবারো খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগে বৃহষ্পতিবার বারবেলায় ।
কিছুক্ষণের মধ্যেই ফ্রি স্কুল স্ট্রীট থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
যদিও দোকানের কর্মী ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে কিছুক্ষণের মধ্যেই। বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে ফের একবার রক্ষা পেল।
কলকাতা পুরসভার পিছনে শতাব্দীপ্রাচীন হোটেল লাগোয়া বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে।
কয়েক মাস আগেই এখানে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে তার পরেও হুঁশ ফেরেনি দোকানদার ব্যবসায়ী থেকে এলাকার অন্যান্য হোটেল খাবারের দোকানের ব্যবসায়ীদের।