নিজস্ব প্রতিনিধি : মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত 26 নং ওয়ার্ড স্কাউট পাড়ায় সৃজি সিন প্যাক্স নামক একটি প্লাস্টিকের ভিনাইল প্রিন্টিং কারখানায় আগুন লাগে।
প্রিন্টিং এর মেশিন থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কারখানার ভেতরে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যাবস্থা থাকার কারণে বড় ধরনের অগ্নিকান্ড এড়ানো সম্ভব হয়। দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।