নিজস্ব সংবাদদাতা নদিয়া : একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে
নদিয়ার চাকদহ থানা সংলগ্ন বাজারে একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আগুন নির্বাপক কোন ব্যবস্থা ছাড়াই ও সম্পূর্ণ অবৈধভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে মিষ্টির দোকানের মালিক নারায়ণ চন্দ্র ঘোষ দীর্ঘদিন যাবৎ এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।