আবার আগুনের কবলে কলকাতা। এবার পার্কস্ট্রিট।
পার্কস্ট্রিটের এপিজে হাউসে সকাল ১১টা নাগাদ আগুন লাগে। গোটা এলাকা ধোঁয়ায় ঠেকে যায়। দমকলের ৩টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বন্ধরাখা হয়েছে পার্কস্ট্রিটের রাস্তা।
বহুতলে আগুনের শিখা বের হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।