দক্ষিনেশ্বরে হয়ে গেল বহু প্রতিক্ষিত স্কাইওয়াকের উদ্বোধন।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উদ্বোধন করেন এটি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দিনেশ ত্রিবেদী,সৌগত রায়,শান্তনু সেন প্রমুখ।এ ছাড়াও ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক,ব্রাত্য বসু,সাধন পান্ডে,ফিরহাদ হাকিমের মত মন্ত্রীগন।এ ছাড়াও উপস্থিত ছিলেন নির্মল ঘোষ,অর্জুন সিং,তাপস রায়ের মত বিধায়কেরা।
সুইচ টিপে এদিন স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী বলেন “দক্ষিনেশ্বরের সকল দর্শনার্থীদের উচিত এই জায়গাটিকে পরিচ্ছন্ন রাখার।দরকার হলে নতুন কর্মসংস্থান করে এই অঞ্চল পরিচ্ছন্ন রাখতে হবে”।এদিন এই মঞ্চ থেকে নাম না করে বিজেপি কেও আক্রমন করেন তিনি।তিনি বলেন “অনেকে গেরুয়া ধরে,কিন্তু যা খুশি তাই করে বেড়ায়।এরা আসল গেরুয়াধারী নয়।মিশনের মহারাজেরা হলেন প্রকৃত গেরুয়াধারী।ভারত সেবাশ্রম সংঘের সেবাইতরা হলেন আসল গেরুয়াধারী”।এদিন তিনি এও বলেন “ধর্মে বিভাজন করা যাবে না।রাণী রাসমণির মতো মহীয়সী নারীকে প্রকৃত সম্মান দিতে হবে।এর সাথে বিশ্বের যোগ আছে।এর উন্নতি ঘটাতেই হবে”।
এদিন তিনি এই স্কাইওয়াকের নামকরণ করেন রাণী রাসমণির নামে।এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।