নিজস্ব প্রতিনিধি: ইদানীং বেশীরভাগ সংবাদমাধ্যমকে ‘বিজেপির দালাল’ বলে অভিযোগ করা হচ্ছিল। এবার সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হল।
বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী খোদ হাটে হাঁড়ি ভাঙলেন। স্বীকার করলেন, এমন কিছু নিউজ চ্যানেল আছে যারা বিজেপির ইশারায় খবর করে।
মুম্বইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে সুব্রহ্মণ্যন স্বামী বলেন, ‘সংবাদমাধ্যমে আমাদের চামচা রয়েছে। দুটি এমন চ্যানেল রয়েছে যারা আমাদের নির্দেশ অনুযায়ী খবর পরিবেশন করে।
ফলে আমরা কোনওভাবে বলতে পারি না যে সংবাদমাধ্যম আমাদের বিরুদ্ধে’। স্বামীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যম নিরপেক্ষ ভাবে খবর পরিবেশন করে কিনা, সেই নিয়েও গুরুতর সংশয় দেখা দিয়েছে।
ওই অনুষ্ঠানে সুব্রক্ষণ্যম স্বামী আরও বলেন, ‘সংবাদমাধ্যমের বাকস্বাধীনতার প্রসঙ্গে আমাদের বিরত থাকাই উচিৎ। কারণ মিডিয়া আমাদের পক্ষেই কথা বলে’। বিজেপি নেতার এই উক্তির পর চাঞ্চল্য ছড়িয়েছে সংবাদমাধ্যমেও। গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে বিজেপি। উদ্বেগে রয়েছে সংবাদমাধ্যমও।