মদন মোহন সামন্ত : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি….। আজকের বাংলাদেশ (পূর্বতন পূর্ব পাকিস্তান) যখন পাকিস্তানি শাসকের সিদ্ধান্তে রাষ্ট্রভাষা হিসেবে উর্দু-কে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল সেই সময় 1952 সালের এই দিনে বাঙালির ভাষা রক্ষা করার আন্দোলনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ভাষা আন্দোলনে পুলিশ গুলি চালালে 5 জনের মৃত্যু হয়।
বাংলাভাষা রক্ষার এই আন্দোলনকে স্বীকৃতি দিতে 1999 এর 17 নভেম্বর প্যারিসে আয়োজিত ইউনেস্কোর 30 তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়। 2000 সাল থেকেই বিশ্বের 188টি দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ।
আজ এই উপলক্ষে কলকাতাতে পূর্বতন কার্জন পার্ক, এখনকার ‘ভাষা উদ্যান’এ শ্রদ্ধা জানাতে যান প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ এবং বামফ্রন্টের বিমান বসু , স্বপন ব্যানার্জি, ক্ষিতি গোস্বামী, মনোজ ভট্টাচার্য ,সুখনন্দন সিং আলুওয়ালিয়া, চিত্রা লাহিড়ী সহ নেতা-নেত্রী ও শিল্পী- কলাকুশলীরা। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইকবাল ভাই।
অন্য আর একটি অনুষ্ঠানে একুশে উদ্যান অর্থাৎ আইটিসি পার্কে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন।