অর্ণব মৈত্রঃ বসিরহাটের বাসিন্দা পেশায় দম্পতি স্কুল শিক্ষক দেবব্রত জানা ও স্কুল শিক্ষিকা মানসী সাহু জানার উদ্যোগে বসিরহাট রঘুনাথপুর রামনারায়নপুর গ্রামে গড়ে উঠেছে প্রতিবন্ধী সংগঠন পরশমনি ফাউন্ডেশন। বসিরহাটের প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাহায্যার্থে গত ২০১৪ সালে গড়ে উঠেছিল পরশমনি ফাউন্ডেশন।
প্রতিবন্ধীদের জন্য গঠিত এই পরশমনি ফাউন্ডেশনের সাংগঠনিক কর্মকর্তারাও সকলে প্রতিবন্ধী । বর্তমানে প্রায় দেড়শ প্রতিবন্ধী মানুষ যুক্ত রয়েছে এই সংগঠনের সঙ্গে। আর তাদের সাহায্যার্থে এগিয়ে এসে রামনারায়নপুর গ্রামে প্রায় পাঁচ কাঠা জমির উপর স্হায়ী আবাসন গড়ে পরশমনি ফাউন্ডেশন।
সংগঠনের মূল উদ্যোক্তা দেবব্রত জানা ও তার স্ত্রী মানসী জানার অর্থে গড়ে উঠেছে পরশমনি সংগঠন। সেখানেই সোমবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহন করে প্রতিবন্ধী ছেলে – মেয়েরা। প্রতিবন্ধীরাই গান, আবৃত্তি, হরবোলা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদিন। অনুষ্ঠানে যোগ দিতে এসে সংগঠনকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে যান স্থানীয় খোলাপোতা পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জী।