নিজস্ব প্রতিনিধি: জমির দখল নিয়ে একই পরিবারের সংঘর্ষের জেরে মাথা ফাটলো পরিবারের ছয় সদস্যের।
শনিবার সকালে রায়গঞ্জের খবর এলাকার ঘটনা জানা গেছে ওই এলাকার বাসিন্দা সাইরুল মহম্মদ এদিন তার ছেলেকে নিয়ে নিজের একবিঘা জমিতে ধান তুলতে গেলে তাদের উপর সাইরুলের বাবা সামসুদ্দিন আহমেদ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
এদিকে পালটা সামসুদ্দিন আহমেদ ছেলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলেন। তবে এই ঘটনায় দুজন মহিলা ও এক শিশু সহ মোট ছ য় জন আহত হন।
আহতরা প্রত্যেকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন। দুপক্ষের তরফেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।