নিজস্ব প্রতিনিধি ,কালিয়াচক : প্রায় এক লাখ টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ।
শুক্রবার বিকালে কালিয়াচক এলাকায় সাহাবাজপুর এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে। শনিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে শনিবার বিকালে কালিয়াচক থানার পুলিশ সাহাবাজপুর মোড় সংলগ্ন এলাকায়। বিকালে ওই এলাকায় সন্দেহজনক ভাবে যুবককে মোটের বাইকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার করে জাল নোট। তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত নাম সারওয়ার জাহান @ লল্ঠু (৩৮)। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৮ হাজার টাকার জাল নোট। সবগুলিই দুই হাজার টাকার নোট।
পুলিশের প্রাথমিক অনুমান কোন জালনোট পাচার চক্রের কাছ থেকে সেগুলি নিয়ে অন্য কোথাও পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। শনিবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে ও পুলিশ ৭ দিন হিফাজত আবেদন করে ঘটনার তদন্তে নামে কালিয়াচক থানার পুলিশ।