নিজস্ব প্রতিনিধি: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা জটেশ্বর এলাকার ব্যবসায়ী সন্দিপন ঘোষদস্তিদারের কাছে টাকা দাবি করে হুমকি ফোনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
রাত ৯ টা ২৪ মিনিটে ওই ব্যাবসায়ীর মোবাইলে হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। শুরু হয় লাগাতার হুমকি। সাথে সাথে কয়েক লক্ষ টাকার দাবি করা হয়।
এও বলা হয় যদি টাকাটা না দেওয়া হয় তাহলে তার বাড়ি, দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বলা হয়, পাঁচ মিনিটের মধ্যে বোমা ফাটবে। কাঁটায় কাঁটায় পাঁচ মিনিটের মধ্যে জটেশ্বরের চৌপথি এলাকায় কিছু একটা বিশাল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
সাথে সাথে স্থানীয়রা ঘর ছেড়ে বেরিয়ে আসে। খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনাস্থলে খোঁজ চালায়। এলাকায় তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি । পুলিশ তদন্ত শুরু করেছে ।