নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ডঃ দেবাশীষ দত্ত বলেন, পূর্ব নির্ধারিত পরীক্ষাসূচির মধ্যে নির্বাচন রয়েছে। বিভিন্ন কলেজ নির্বাচন কমিশন নিয়ে নেবে ভোটের জন্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে জুনের আগে পরীক্ষা শুরু হবে না। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রির পাশাপাশি অন্যান্য পরীক্ষাও পিছিয়ে যাবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক। খুব শিগগির পরবর্তী পরীক্ষা সূচি আলোচনা করে জানানো হবে।