সন্তু হাজরা, শান্তিনিকতেন : বোলপুর অতিরিক্ত বিচার বিভাগের বিচারপতি অরবিন্দ মিশ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য , প্রাক্তন পদাধিকারী , প্রাক্তন এক অধ্যাপিকা এই তিন পদাধিকারীকে জালিয়াতি ও ভুয়া শংসাপত্র দেখিয়ে চাকরি দেওয়ার অভিযোগের দোষী সাব্যস্ত করেন বিচারপতি অরবিন্দ মিশ্র। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ এই তিন জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে ।
পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভাবে জানান বিশেষ সরকারি আইনজীবী। ইংরেজি ১১৯৭ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন দিলীপ কুমার সির্নহা। কর্মসচিব ছিলেন দিলীপ কুমার মুখোপাধ্যায়। জানা গেছে ভুয়ো শংসাপত্র দেখিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা চাকরি পান। তিনি আদতে উচ্চ মাধ্যমিক পাশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুয়ো উচ্চ স্মাতকোত্তরের যে সার্টিফিকেট দিয়েছিলেন সেটা ছিল একটা জেরক্স কপি । সেই কপি প্রাক্তন উপচার্য দিলীপ কুমার সির্নহা ও দিলীপ কুমার মুখোপাধ্যায় স্বাক্ষর করে মুক্তি দেবকে চাকরিতে নিয়োগ করেছিলেন।