নিজস্ব প্রতিবেদকঃ বেশ কয়েকমাস ধরেই আসন্ন লোকসভা নির্বাচনে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। কলকাতায় মহাজোটের ব্রিগেড সমাবেশেও একই দাবি তুলেছিলেন একাধিক নেতা।
এমনকি, ২০১৪ সালে লোকসভা ভোটের সময় ইভিএম হ্যাক করা হয়েছিল বলে সম্প্রতি দাবি করেছিলেন এক মার্কিন সাইবার বিশেষজ্ঞ। তবে এত কিছুর পরেও আজ বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়ে দিলেন, ব্যালট পেপার নয়, ভোট হবে ইভিএমেই।
দিল্লীর এক অনুষ্ঠানে সুনীল আরোরা বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, কোনওভাবেই আর পুরনো ব্যালট পেপারকে ফিরিয়ে আনা হবে না।
আমরা ইভিএম এবং ভিভিপ্যাট-ই ব্যবহার করব। কারোর কোনও অভিযোগ থাকলে, তাঁরা সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন।