গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: পূর্ব-বর্ধমান জেলার সাংসদ সুনীল মন্ডলের উদ্যোগে কাটোয়া পৌরসভার ব্যবস্থাপনায় মেমারি প্রতিবন্ধী ও সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় কাটোয়া বিধানসভার প্রতিবন্ধীদের সরঞ্জাম বিতরণী অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে কাটোয়া সংহতি মঞ্চে শনিবার।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান লোকসভার সাংসদ সুনীল মণ্ডল, কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার, কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায় সহ কাটোয়া পৌরসভার কাউন্সিলাররা।
এই দিন এই অনুষ্ঠানে কয়েকশো প্রতিবন্ধী মানুষদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই সরঞ্জাম পেয়ে খুব খুশি প্রতিবন্ধী ভাই বোনেরা ।এই রকম উদ্যোগ কে কাটোয়ার বিধানসভার প্রতিবন্ধীরা সাধুবাদ জানান।
জানা যায়,দুদিন ধরে এই সরঞ্জাম বিতরন করা হবে।৬৬৮ জন প্রতিবন্ধীকে সরঞ্জাম বিতরণ করা হবে।