বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জামাল কুডু গান। অ্যানিম্যাল সিনেমায় এখন দুটি জিনিসই ভাইরাল হয়েছে একটি তৃপ্তি দিমরি আরেকটি জামাল কুডু গান। রিলস থেকে শুরু করে ইনস্টা স্টোরি সবেতেই হই হই করে যাচ্ছে এই জামাল কুডু গানটি।
কিন্তু জানেন কি এটা বলিউডের কোনও সঙ্গীত পরিচালকের সৃষ্টি নয় গানটি। এটি আসলে একটি ইরানি লোকগীতি। ইউটিউবে সার্চ করলেই সেই গানের ভিডিও দেখতে পাবেন। সেই গানটিকেই একটু এদিক ওদিক করে পরিচালক সন্দীপ রেড্ডি তাঁর ছবিতে ব্যবহার করেছেন।
ছবিতে আব্রার এন্ট্রি হিসেবে গানটিকে ব্যবহার করা হয়েছে। যেখানে ববি দেওয়লের তৃতীয় বিয়ের আসর দেখানো হয়েছে। আর ববি দেওল মাথায় মদের গ্লাস নিয়ে নাচ করছেন। গানটির মতো ববি দেওয়লের এই নাচটিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিিডয়ায়।
কিন্তু জানেন কি ববি দেওয়লের এই নাচটি কোনও কোরিওগ্রাফারের তৈরি নয়। নাচটি ববি নিজের মনেই নেচেছেন। ববি দেওল বলেছে পরিচালক সন্দীপ রেড্ডি নাকি তাঁকে আগেই গানটি শুনিয়েছিলেন। এবং পরিচালক বলেছিলে এটা ছবিতে তাঁর চরিত্রের এন্ট্রিতে ব্যবহার করা হবে। এবং পুরো সিনটি কোরিওগ্রাফ করা হবে।
সকলে মদের গ্লাস হাতে মদ্যপ রয়েছেন এমন একটি দৃশ্য তৈরি করা হয়েছিল। বিয়ের আসরে আনন্দ মজা হচ্ছে। কোরিওগ্রাফার সিনটি তৈরি করার পর তাঁকে িনজের ইচ্ছে মতো অ্যাক্স করতে বলেছিলেন। তখন অভিনেতা নিজেই নাকি সেই নাচটি করেছিলেন। কারণ সেসময় তাঁর মনে পড়ে যায় আগে যখন শীতে পাঞ্জাবে যেতেন তিনি বন্ধুদের নিয়ে সেসময় মদের গ্লাস মাথায় নিয়ে নাচ করতেন তাঁরা।