বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আমির খানের পুরস্কার প্রাপ্ত ছবি তারে জমিন পর। সেই ছবিতে আমিরের থেকেও বেশি নজর কেড়েছিল যে ছোট্ট অভিনেতা তার নাম ছিল দরশিল। ছোট্ট দরশিলের অভিনয় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তারপর আর তাকে কোনও ছবিতে দেখা যায়নি।
সেই ছোট্ট দরশিল এখন ১৫ বছরের কিশোর। লাইম লাইটের অন্তরালেই রয়েছে সে। অমির কন্যা ইরা খানের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল সেই দরশিলকে। কিন্তু এখন আর সে ছোট নেই। একেবারে তরতাজা কিশোর। দাঁড়ি গজিয়ে গিয়েছে। পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছে সে।
ইরা খানের বিয়ের রিসেপশনেই তাঁর রিল লাইফের মায়ের ভূমিকায় অভিনয় করা টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয়েছিল। ১৫ বছর পর রিল লাইফের মায়ের সঙ্গে সেলফি তুলেছেন দরশিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ইশান অবস্তির ভূমিকায় ছোট্ট দরশিলের অভিনয় মুগ্ধ করেছিল সকলকে।
এখন সে ব্লেজার পরা একেবারে জেন্টেলম্যান। রিল লাইফ থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন দরশিল। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত। হঠাৎ করে তাঁকে মনে পড়ে গিয়েছে সকলের। টিসকা চোপড়া তাঁর ইনস্টা পোস্টে দরশিলের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছিলেন। সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পড়াশোনা নিয়েই এখন ব্যস্ত দরশিল। তিনি কি অভিনয়ে আসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
ইরা খানের বিয়ের রিসেপশনে বসেছিল চাঁদের হাট। বলিউডের তাবর অভিনেতা-অভিনেত্রীরা হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। আমির খান তাঁর ছবিতে অভিনয়করা একাধিক অভিনেতা হাজির হয়েছিলেন। সেই তালিকায় ছিলেন দরশিলও।