বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সম্প্রতি টেলিভিশনে ভীষণভাবে জনপ্রিয় হয়েছে একটি বিজ্ঞাপন। তাতে দেখা গিয়েছে বলিউডের তিন মেগাস্টারকে। শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগণকে। সেই বিজ্ঞপণই কাল হয়েছে দুই অভিনেতার। সটান নোটিস পাঠিয়েছে কেন্দ্র।
আসনে একটি গুটখার বিজ্ঞাপনে তিন অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছে। তাতেই প্রবল আপত্তি মোদী সরকারের। তিন তারকা একসঙ্গে এই বিজ্ঞাপন দেওয়ায় গুটখার মতো মাদকের ব্যবহার বাড়বে। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একাধিক মারণ রোগ হতে পারে যা সেবন করলে।
সেটা জেনেও কেন তিন তারকা এই গুটখার বিজ্ঞাপন করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে মোদী সরকার। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে এই নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাতেই তিন অভিনেতাকে নোটিস পাঠানো হয়েছে। অমিতাভ বচ্চন নিজেও এই নিয়ে একটি গুটখার সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছে।
মামলার পরবর্তী শুনানি ২০২৪ সালের ৯ মে। তার মধ্যে অভিনেতাদের উপযুক্ত কারণ দর্শাতে হবে। কেন তাঁরা সব জেনেও এই গুটখার বিজ্ঞাপন দিতে রাজি হলেন। গুটখা খাওয়া নিয়ে সতর্কতা এবং সচেতনা তৈরি করলেও মোদী সরকার কিন্তু এরকম কোনও কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করেনি।