বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:-কলকাতার এন্টালির একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ। তিনি বিহারের বাসিন্দা বলে খবর। ওই খুনের অভিযোগে এ পর্যন্ত ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, মঙ্গলবার সকালে একটি দেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত আবাসন থেকে। পরে মৃতার নাম ও পরিচয় জানা যায়। জানা যায়, আদতে বিহারের বাসিন্দা অঞ্জলি কুমারী। কিন্তু তিনি কী ভাবে এবং কার সঙ্গে কলকাতায় এসেছিলেন, তা তদন্তসাপেক্ষ।ইতিমধ্যে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। একই সঙ্গে তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা। সূত্রের খবর, এখনও ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।