নিজস্ব প্রতিবেদক: কেউবা সাফাই কর্মী,কেউ জঞ্জাল সাফ করে,কেউবা ঠিকাদারের আন্ডারে কাজ করে,কেউ লোকের বাড়ি কাজ করে।
এই ধরনের প্রায় 126 জন মানুষ কে উপহার দিল প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক “সম্রাট তপাদার।
সম্রাট বলেন, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার স্বাদটাই আলাদা, এতেই ঈশ্বর লাভ হয়।আমরা যে যেখানে আছি নিজে যদি সামাজিক এই দায়িত্ব পালন করতে পারি।
তাহলে এই শীতের কষ্ট কেউ পাবে না।আর আমাদের দলনেত্রী মূল আদর্শ, আর আমার নেতা অভিষেক ব্যানার্জী ছাত্র-যুবদের কাছে মানুষের পাশে থাকার এই আবেদন বার বার করে চলেছে, তাই আমরা যারা অভিষেক ব্যানার্জী কে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি এটা তাদের সকলের কর্তব্য তার নির্দেশিকা মেনে সামাজিক কাজকর্ম করা। সম্রাটের উদ্যোগে সকলে সাধুবাদ জানাই।