বাবলু প্রামানিক, ভাঙড় : বিদ্যুতপৃস্ট হয়ে দক্ষিণ 24 পরগনা ভাঙ্গড়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম মৃত্যুঞ্জয় নস্কর (২৯) ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টানা চারদিনের অকাল বৃষ্টির ফলে নলমুড়িতে বাড়ির অদূরে ফুল খেতে বিদ্যুৎচালিত মোটর দিয়ে জল নিকাশের কাজ করতে গিয়েছিল বছর ২৯ এর মৃত্যুঞ্জয় নস্কর।
সেখানে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃস্ট হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন । স্হানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ বছর সিভিক ভলেন্টিয়ার হিসাবে ভাঙড় থানা ও ভাঙড়ের সিআই অফিসে কর্মরত ছিলেন এই সিভিক ভলেন্টিয়ার। তাঁর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।