অতনু গোস্বামী, নদীয়াঃ- বাথরুমে গিজার চালিয়ে গরম জল করতে যাওয়ার সময় শর্ট সার্কিট হয়ে গিজার বাস্ট করে এক গৃহবধূর মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার কৃষ্ণগঞ্জে। মৃত গৃহবধূর নাম অনিতা দাস(৪৬)।
পরিবার সূত্রে জানা যায় মৃত অনিতা দেবী রবিবার রাত আটটা নাগাদ জল গরম করার জন্যই ঘর লাগোয়া বাথরুম এ গিজারের সুইচ দিতে গেলে শর্ট সার্কিটের কবরে গিজার টি বাস্ট করে এবং বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অনিতা দেবীর। জানা যায়, বাথরুমের ভেতর থেকে বীভৎস রকম ওয়াজ শুনে পরিবারের লোকজন ছুটে গেলে অনিতা দেবীকে বাথরুমের ভেতরে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সমস্ত বিষয়টির তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।