বিশেষ সংবাদদাতা : ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মমতা ব্যানার্জী। সে দিনের চারা গাছ আজ রাজনীতির বটবৃক্ষ। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মা-মাটি-মানুষকে ধন্যবাদও জানিয়েছেন টুইট করে মমতা ব্যানার্জী লিখেছেন, “একুশে পা তৃণমূলের।
সাবালকত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে দলের পক্ষ থেকে মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে।”
কর্মীরাই যে তাঁর দলের শ্রেষ্ঠ সম্পদ, প্রতিষ্ঠা দিবসে তাও লিখলেন আলাদা টুইটে। দলীয় কর্মীদের উদ্দেশে মমতা ব্যানার্জী আরও লেখেন, “যে কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের বছরভর কাজ করে যান, তাদের আমি জানাই অভিনন্দন। তিনি টুইট করেন, আপনাদের অবদান ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না।”
স্থানীয় কিছু নেতার জনবিচ্ছিন্নতা, মাতব্বরি নিয়ে আগেই সরব হয়েছিলেন নেত্রী। দলীয় সভায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন, কোনওভাবেই এ সব বরদাস্ত করা হবে না।
দলের প্রতিষ্ঠা দিবসে স্পষ্ট করে দিলেন, নিষ্ঠাবান কর্মীরাই তৃণমূলের মেরুদণ্ড।