বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পান তদন্তকারীরা। ইডির আধিকারিকদের মারধর শুরু করতে শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি।

সকাল থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে ইডি তৎপরতা। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে। কলকাতার বিজয়গড়ে একটি ফ্ল্যােট অভিযান চালিয়েছে ইডি। সেই সঙ্গে বনগাঁয় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। উত্তর ২৪ পরগনার দাপুটে নেতা শঙ্কর আঢ্য।

রেশন দুর্নীতির তদন্তে উত্তর ২৪ পরগনায় ফের অভিযানে নামল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ২ তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি। সাতসকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।

ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন না জানিয়ে ইডির হানা, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাৃন তৃণমূল কর্মী সমর্থকরা। ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে থাকা সঙ্গেও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা চড়াও হয় ইডির উপর।
ইডির আধিকারিকদের মারধর শুরু করতে শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে। এমনকী আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি।

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। সল্টলেকের সিআরপিএফের দফতর থেকে অতিরিক্ত বািহনী পাঠানো হচ্ছে। জানা গিয়েছে মোট ২০ জন জওয়ান ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হচ্ছে। সেই সঙ্গে মধ্যমগ্রাম থেকেও পাঠানো হচ্ছে বাহিনী। তাঁরা সরবেড়িয়া গ্রামে গিয়ে আগে পরিস্থিতি খতিয়ে দেখবে তারপর ব্যবস্থা নেবে। ঘটনাস্থলে চরম উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

তল্লাশি চালানোর সময় শাসক দলের নেতার অনুগামীরা সশস্ত্র হয়ে হামলা চালায় ইডির উপরে। শাহজাহানের বাড়িতে ঢোকার আগেই আটকানো হয় তাঁদের। কেন্দ্রীয় বাহিনীকে উপেক্ষা করেই ইডি আধিকারীকদের উপরে চড়াও হয় গ্রামবাসীরা। হঠাৎ করে এই প্রতিরোধ দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন কেন এমন ঘটনা ঘটল। এর আগে একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি কিন্তু এমন ঘটনা ঘটেিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *