অতনু গোস্বামী, নদীয়া
শনিবার গভীর রাতে নবদ্বীপ থানার অন্তর্গত প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্যদেবের জন্মস্থান সংলগ্ন একটি বন্ধ থাকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় যে, নবদ্বীপ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা সাগর বিশ্বাস নামে সামরিক বাহিনীতে কর্মরত এক জওয়ানের বাড়িতে সাময়িকভাবে কেউ না থাকার সুযোগ নিয়ে শনিবার গভীর রাতে সদর দরজার তালা ভেঙে চোরেরা বাড়ির ভেতরে প্রবেশ করে। এবং ঘরের আলমারি ভেঙে প্রায় কুড়ি ভরি সোনার গহনা সহ ৪২ হাজার টাকা চুরি করে চম্পট দেয়।
অভিযোগ, বর্তমানে জম্মুতে কর্মরত সাগর বাবুর স্ত্রী বারুণী দেবী দুই মেয়েকে নিয়ে একাই বাস করেন বাড়িতে। নবম শ্রেণীতে পাঠরতা বড় মেয়ের বাৎসরিক পরীক্ষা হয়ে যাওয়ার কারণে বারুণী দেবী শনিবার সন্ধ্যায় দুই মেয়েকে নিয়ে নদীয়া গ্রামে বাপের বাড়িতে বেড়াতে যান।
সকালবেলায় প্রতিবেশীদের কাছ থেকে বাড়িতে চুরির ঘটনা জানতে পেরে তড়িঘড়ি নবদ্বীপে ফিরে আসেন বারুণী দেবী। বাড়ির দরজা ও আলমারি ভেঙে সর্বস্ব চুরি হয়ে যাওয়ার ঘটনায় সাময়িক বাকরুদ্ধ হয়ে পরেন বারুণী দেবী।
পরে বারুণী দেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।