নিজস্ব সংবাদদাতা, নদীয়া : গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত শোনডাঙা এলাকায়। মৃত যুবকের নাম ইকবাল মল্লিক(২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মায়াপুর গামী একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরোহী ইকবালের। সংঘর্ষের ফলে ইকবাল বাইক থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে যায়।
পরে হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোনডাঙা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।