গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া:  ফের পথ দুর্ঘটনা।
সাতসকালে ডাম্পারের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর ও আহত এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত বাইক আরোহীর নাম কালু ঘোষ (২২)। আহত ব্যক্তির নাম বাবুসোনা মণ্ডল। দুজনেরই বাড়ি পূর্ব-বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের গীধগ্রামে।

ঘটনাটি ঘটেছে কাটোয়া-মালডাঙ্গা রাজ্য সড়কের কামাল ও চন্দ্রপুরের বাসস্ট্যান্ডের মাঝখানে পোল্ট্রি ফার্মের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি মোটরবাইক করে কালু ও বাবুসোনা যাওয়ার সময় সামনে ডাম্পার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

ঘটনাস্থলেই কালু ঘোষ  মারা যান। গুরুতর আহত হন  বাবুসোনা। পুলিশ কালুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ বাবুসোনা মণ্ডলকে মন্তেশ্বর হাসপাতালে পাঠায়। সেখানে  বাবুসোনা মণ্ডলের অবস্থার অবনতি হওয়ার জন্য চিকিৎসকরা বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন।

গীধগ্রামে কালু ঘোষের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘাতক গাড়িটি ও চালককে আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here