নিজস্ব প্রতিনিধি :দমদম থানার ঢিলছোড়া দূরত্বে ভর সন্ধ্যায় যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালের ৷
অবস্থা আশঙ্কাজনক নাম গনেশ কুন্ডু বয়স 26 স্বস্তিক ডেকোরেটার্স এর এক কর্মী গণেশ কুন্ডু দমদম থানা লাগোয়া নাগেরবাজারে ডেকোরেটর দোকানে কাজ করতো ৷
সেই সময় এক ব্যক্তি আসে তার সঙ্গে গণেশের বচসা হয় এরপরে এই ডেকোরেটার্স কর্মী গণেশ কুন্ডু কে গুলি করে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে দমদম থানার পুলিশ৷
গণেশ কুন্ডু র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে আর জি কর হাসপাতালে