নিজস্ব প্রতিনিধি :দুবরাজপুর, বীরভূম: – রাস্তা পারাপার করতে গিয়ে দূর্ঘটনার কবলে স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূমে সদাইপুর থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কে। আহত ওই স্কুল ছাত্রীর নাম পূজা বাউড়ি (১৩)। সে ক্লাস সিক্স-এ চিনপাই বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে যে,আজ সকাল পৌনে দশটার সময় বীরভূমে বিশালপুরের বাসিন্দা পূজা বাউড়ি সাইকেলে চেপে রাস্তা পারাপার হওয়ার সময় সিউড়ি গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে।
এই ঘটনার জেরে পুজা বেশ গুরুতর জখম হয় ও তড়িঘড়ি তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দূর্ঘটনা ঘটার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বেশ, কিছুক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে ও বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনা ঘটার পর পুলিশ কে বারংবার ফোন করা হলেও ঘটনাস্থলে ওনারা আসেননি।
এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, “এইরকম সমস্যা আমাদের অধিকাংশ দিনই পড়তে হয়।পুলিশ কে বারবার বলা সত্তেও এখানে কোনো সেভিক পুলিশ ওনারা দেননি”।