নিজস্ব প্রতিনিধি : বন্ধের সময় গাড়ি চালিয়ে সাহসিকতার পুরস্কার পেলেন এক বাসচালক।আজ তাঁকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আর পরিবহন ভবনে পুরস্কৃত করা হয়।

সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী জানান গত ৯ জানুয়ারি ১০ জানুয়ারি সি আই টি ইউ কর্মনাশা বন্ধ ছিল। সেই বন্ধকে উপেক্ষা করে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। পরিষেবা দিতে হাজির ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস।

বন্ধের সময় কোচবিহার থেকে দিনহাটা যাবার সময় বাস চালক বিশ্বনাথ সাহা উপর আক্রমণ করে বন্ধ সমর্থকরা। বাসে ভাঙচুর করে বিশ্বনাথ সাহার ওপর আক্রমণ করা হয়।

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ পরিবহন ভবনে বিশ্বনাথ সাহা কে ৫০০০ টাকা ও মান পত্র দিয়ে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কার পেয়ে খুশি বিশ্বনাথ সাহা।তিনি জানান আগামী দিনেও বন্ধের দিন তিনি রাস্তায় নেমে বন্ধ করতে রাজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here