নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়া এলাকায় তিনটি সারমেয় শাবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে । কলকাতার এনআরএস হাসপাতাল, হালিসহরের দত্তপাড়ার ছায়া এবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের শিউলি কাঠালিয়া এলাকায়।
স্থানীয় বাসিন্দারা বুধবার সকাল থেকে দেখতে পান এলাকার আটটি সারমেয় শাবকের মধ্যে একটি একটি করে তিনটি সারমেয় শাবকের মৃত্যু হয় এবং মা সহ বাকি সাবক গুলিও অসুস্থ হয়ে পড়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্হানীয় বাসিন্দারা এবং পশুপ্রেমীরা সারমেয় শাবক গুলির চিকিৎসা শুরু করেন। সকলেরই ধারনা কেউ বা কারা বিষ মেশানো খাবার খাইয়েছে এই অবলা প্রানী গুলিকে। ফলে প্রতিবাদে সরব হন সকলে।