নিজস্ব প্রতিনিধি: গত ৪৮ ঘন্টায় আলিপুরদুয়ারের বিস্তির্ন এলাকায় পাগলা কুকুরের হামলায় জখম ১২৫ জন শহরবাসী। এদের মধ্যে ৭২ জন ভর্তি হয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
তাঁদেরকে হাসপাতাল থেকে চিকিৎসা করা হয়েছে বলে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুত্রে খবর ।কুকুরের কামড়ে জখমদের মধ্যে ১০৩ জন পুরুষ, তিনজন শিশু, বাকি মহিলা। পাগলা কুকুরের কামড়ে জখম হয়েছে বেশ কিছু গবাদিপশু।
এক সাথে এত জন কুকুরের কামড়ে জখম হওয়াতে হাসপাতালে ভ্যাকসিনে টান পড়তে পারে ।শনিবার সন্ধ্যায় নতুন করে পাচজন কুকুরের কামড়ে জখম হয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গেছেন।