নিজস্ব প্রতিনিধি: গতকাল রাত ১০:১০ নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১নং গেটের সামনে এক বাইক আরোহীর ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: ধীরেন্দ্রনাথ মুর্মু।
হাসপাতাল থেকে রোগী দেখে নিজের কোয়ার্টারে হেটে ফিরছিলেন সেই সময় ৬০ নং জাতীয় সড়কে দ্রুত ধাবমান এক বাইক আরোহী তাঁকে পেছন থেকে ধাক্কা মারে ফলে ওই চিকিৎসক এর মাথায় গুরুতর আঘাত লাগে….!
মৃত চিকিৎসক প্রায় ৬ বছর রামপুরহাট হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। স্বাভাবিক ভাবেই বহু রোগীর পরিবার তথা এলাকায় আজ শোকের ছায়া।
বসোয়া হাসপাতালের স্বাস্থ্যকর্মী সুদীপ দাস ডাক্তারবাবুর বর্ণনা দিতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়ছিলেন। রোগীমহলে শোনা যায় ডাক্তারবাবু প্রাইভেট প্র্যাক্টিস করলেও দরিদ্র অসহায় রোগীকে হাসপাতালে নিয়ে গিয়ে নিখরচায় সরকারি সুবিধা পাইয়ে দিতেন।
ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ গিয়ে, মৃত দেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠায়।