তুহিন শুভ্র আগুয়ান;পূর্ব মেদিনীপুরঃ তিনদিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে দীঘায় আজ এসে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এর বেশ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর জেলা সফরে আসার কথা থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তা বাতিল হয়।তবে এবারে অবশেষে দীঘা এসে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক সারার পর হেলিকপ্টারে চড়ে সৈকত শহর দীঘায় আসেন মুখ্যমন্ত্রী। এই তিন দিন ধরে তিনি পূর্ব মেদিনীপুর জেলার একগুচ্ছ প্রকল্পের শিলাল্ন্যাস ও উদ্বোধন করবেন।
তিনি আগামীকাল অর্থাৎ বুধবার বাজকুলে এক প্রকাশ্য জনসভায় অংশ নেবেন এবং সেখান থেকে পূর্ব মেদিনীপুর জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন।এরপরদিন অর্থাৎ বৃহস্পতিবার তিনি দীঘায় জেলার সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন।
সেখান থেকে তিনি দেখবেন জেলায় কি কি ধরনের উন্নয়ন হয়েছে এবং কি কি উন্নয়ন বাকি রয়েছে তা তিনি খতিয়ে দেখবেন।এরপর তিনি 0কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।