তুহিন শুভ্র আগুয়ান;দিঘাঃরাজ্যের অন্যতম সমুদ্র সৈকত দীঘা শহরে শুক্রবার সকালে এক বিশাল আকারের অক্টোপাস উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে,এই অক্টোপাসটি সেফালোপোডা প্রজাতির অন্তর্গত।এই ধরনের অক্টোপাস সাধারণ অক্টোপাসের থেকে আলাদা।
দিঘায় এই ধরনের অক্টোপাস আগে তেমন হবে উদ্ধার হয়নি।এদিন দিঘায় উদ্ধার অক্টোপাসের দৈর্ঘ প্রায় ১ মিটার ব্যাসযুক্ত।
স্হানীয় সূত্রে খবর,শুক্রবার সকালে দিঘা সি বিচে পর্যটকরা ওই অক্টোপাসটিকে পড়ে থাকতে দেখেন।এরপর উৎসাহী এলাকাবাসীরা ওই অক্টোপাসটিকে দেখতে ভিড় জমান।ঘটনায় জানতে দিঘা মেরিন অ্যাকোরিয়াম কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে দিঘা মেরিন অ্যাকোরিয়ামের ইনচার্জ ড.এস. বালাকৃষ্ণান ওই অক্টোপাশটিকে উদ্ধার করে সংরক্ষিত জায়গায় নিয়ে যান।
আশঙ্কা করা যাচ্ছে ওই অক্টোপাসটি মৎস্যজীবীদের জালেই উঠে এসেছে।এই ধরণের অক্টোপাস বিশেষত বঙ্গোপসাগরের অগভীর সমূদ্রে বসবাস করে।