নিজস্ব প্রতিনিধিঃ  মুহূর্তে  ভাইরাল ভিডিও। দাঁড়িয়ে রয়েছে এক হীরক খচিত বিমান। সারা শরীরে হিরে ঝলমল করছে। ‘এমিরেটস এয়ারলাইন’-এর টুইটার হ্যান্ডলে চোখ ধাঁধানো এমন বিমানের ছবি দেখে হাঁ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

ছবির সঙ্গে রয়েছে লেখা— প্রকাশ্যে এমিরেটস ‘ব্লিং’ ৭৭৭। ছবিটি সারা শাকিলের প্রস্তুত করা। ভাইরাল হয়েছে এই বিমানের ছবি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সত্যি সত্যিই হিরেয় মুড়ে দেওয়া হয়নি বিমানটি।

এর পিছনে রয়েছে শিল্পীর কল্পনা। শিল্পী সারা শাকিল ক্রিস্টাল শিল্পী। তিনি ইনস্টাগ্রামে প্রবল জনপ্রিয়। তাঁর ফলোয়ার সংখ্যা ৪.৮ লক্ষ।
এমিরেটস-এর মুখপাত্র জানান, গত মঙ্গলবার সারা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করার পরে সেটা নজরে আসে বিমান সংস্থার।

এর পরে সংস্থার পক্ষ থেকে তাঁর কাছে অনুরোধ আসে ছবিটি রিপোস্ট করবার অনুমতি চেয়ে।
সারার অনুমতি মেলার পরে ছবিটি পোস্ট করে নিজস্ব টুইটার হ্যান্ডলে এমিরেটস কর্তৃপক্ষ। টুইটারে ছবিটি পোস্ট করার পরে ভাইরাল হয়ে যায়।
সত্যি সত্যিই ওই বিমানটিতে কোনও হীরে লাগানো নেই। কিন্তু নেটিজেনরা দারুণ পছন্দ করে ফেলেছেন শিল্পীর কল্পনাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here