নিজস্ব প্রতিনিধি: সংশোধনাগার থেকে পালাল বিচারাধীন বন্দি। বুধবার কৃষ্ণনগর সংশোধনাগার থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে গেলে, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পলাতক বন্দির নাম শরিফুল মোল্লা। ওই বন্দি মাদক পাচারে অভিযুক্ত ছিল।
মাস পাঁচেক আগে তাকে দমদম সংশোধনাগার থেকে এখানে আনা হয়। সূত্রের খবর থেকে জানতে পারা যায়, মঙ্গলবার কৃষ্ণনগর সংশোধনাগারে অনেক রাত পর্যন্ত বন্দিরা নিজ নিজ সেলে টেলিভিশনে খেলা দেখছিল। বুধবার সকালে বন্দীদের গণনা করতে গিয়ে দেখা যায় একজন বন্দি কম। সংশোধনাগার কতৃপক্ষের মধ্যে ব্যাপক আলোড়ন পরে যায়।
পলাতক বন্দির খোঁজ করতে গিয়ে দেখা যায়, সংশোধনাগারের একটি ঘরের ঘুলঘুলি তে কিছু দড়ির মতো কাপড় ঝুলছে। বন্দি পালানোর ঘটনায় কৃষ্ণনগর সহ জেলার বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। যদিও সন্ধ্যা পর্যন্ত পলাতক বন্দিকে ধরা যায়নি বলে পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানতে পারা যায়।