কোচবিহার: দিনহাটা কলেজে প্রথম বর্ষের ছাত্র অলক নিতাই দাসের হত্যাকারীদেরফাঁসি ও বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দিনহাটা আদালতে সামনে বিক্ষোভ দেখাল দিনহাটা কলেজের ছাত্র-ছাত্রীরা।
এদিন অভিযুক্তদের মধ্যে সাতজনকে দিনহাটা আদালতে তোলা হলে তার আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এবং দোষীদের ফাঁসি ও বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে সরব হয় । পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি,এই ঘটনায় এখনও পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি দেওয়া হোক এবং এখনো যারা বাকি অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ও তারা জানান।
দিনহাটা কলেজের ছাত্র আমির আলম ও ছাত্রী সাবান খাতুন বলেন, অলক নিতাই দাস এরহত্যার পিছনে যারা দোষী সেই সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক এবং যাদের কে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।