দক্ষিন দিনাজপুরঃ গঙ্গারামপুর পুরসভার ১৮টি ওয়ার্ডের নাগরিকদের স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে নিজস্ব অ্যাপ্স তৈরী করতে চলেছে গঙ্গারামপুর পুরসভা।
তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরসভা ইতিমধ্যেই উন্নয়নের ব্যাপারে প্রশংসিত হয়েছে এলাকার মানুষের কাছে।
পুরসভার কাজকর্ম সম্পর্কে মানুষের কাছে স্বচ্ছতা বজায় রাখতে শীঘ্রই অ্যাপ্স চালু করবে। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এবিষয়ে জানিয়েছেন যে ২০১৫ সালে তিনি এই পুরসভার দায়িত্ব নেওয়ার পর এলাকার ১৮টি ওয়ার্ডেরই রাস্তাঘাট নির্মাণ ও জল নিকাশির ব্যবস্থার করেছেন।
শুধু তাই নয় নাগরিক স্বাচ্ছন্দ্যের ব্যাপারেও সদাসতর্ক দৃষ্টি রেখেছেন। সেই সঙ্গে সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে সকলেই পান সেই দিকটাও সুনিশ্চিত করেছেন। যা বাম আমলে এলাকার মানুষের কাছে ছিল অলীক স্বপ্ন। পুরসভার কাজ কর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ যাবতীয় দিক মানুষের নখদর্পণে রাখতে চলতি বছরেই একটি অ্যাপ্স চালু করতে চলেছেন তাঁরা। যাতে যে কেউই স্মার্ট ফোনের মাধ্যমে সেই অ্যাপ্সে ঢুকে কর প্রদান থেকে শুরু করে সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। শুধু তাই নয়, পুরসভার কাজকর্মে কোথাও অনিয়ম বা দুর্নীতির কোন কিছু নজরে এলে নাগরিকরা অ্যাপ্সের মাধ্যমে সরাসরি অভিযোগও জানাতে পারবেন বলে চেয়ারম্যান জানিয়েছেন। এই খবরে খুশি গঙ্গারামপুর শহরের পুরবাসীরা।