নিজস্ব প্রতিনিধি :নদীর গভীরতা বাঁচাতে নদী পরিস্কার করতে নামলেন দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের ষাটর্ধ প্রবীন নাগরিকরা।
তারা জানান বালুরঘাটের ঐতিহ্যবাহি নদী আত্রেয়ী নদী। দিনদিন এই নদীর গভীরতা কমে জাচ্ছে।একসময় এই নদীতে মৎস্য জীবিরা মাছ ধরতে ভয় পেত নদীর গভীরতা দেখে।
আজ নদী দূষনের ফলে নব্যতা হারাতে বসেছে জেলার ঐতিহ্যবাহী আত্রেয়ী নদী। নদীর নব্যতা বাড়াতে নদী পরিষ্কারে হাত লাগালেন প্রবীন নাগরিকরা ।
প্রবীন নাগরিক তথা সাংবাদিক মৃনাল চক্রবর্ত্তী জানান একসময় এই এই নদীপথে ব্যবসা করতে আস্তো বড়বড় নৌকা নিয়ে, কোথাও গভিরতা এত বিশাল সেখানে জেলেরাও মাছ ধরতে নামতে ভয় পেত। আজ নদীতে ময়লা আবর্জনা ফেলে নব্যতা হারাতে বসেছে আত্রেয়ী নদী। নদীর পুনরুজীবন ঘটাতেই আজ সকাল থেকে নামেন প্রবীন নাগরিকরা।