নিজস্ব প্রতিনিধি :বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা48 ঘন্টা ভারত বনধের তেমন কোন প্রভাব পড়লো না দক্ষিণ দিনাজপুর জেলা ও জেলা সদর বালুরঘাটে ।সকাল থেকেই জনজীবন প্রায় স্বাভাবিক ।
বেসরকারি বাস পরিবহন কিছুটা বিঘ্নিত হলেও সরকারি বাস চলাচল করছে । শহরে টোটো ও অন্যান্য ছোটখাটো যানবাহনও চলাচল করছে আর দশটা দিনের মতোই ।
বিভিন্ন অফিস ব্যাংক পোস্ট অফিস এমনকি জেলা শাসকের দপ্তরের সামনে ও ফ্লাগ লাগানো হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ফ্ল্যাগ উধাও । জেলাশাসকের দপ্তরে আসতে শুরু করেছেন কর্মীরা ।
কিন্তু ব্যাংক ও পোস্ট অফিস এখনও খোলেনি। বালুরঘাটের সরকারি বাস স্ট্যান্ড থেকে সকালে আট জন বন্ধ সমর্থক আটক হয় ।দক্ষিন দিনাজপুর জেলায় বন্ধের প্রভাব সকালের প্রথম দিকে স্বাভাবিক।
পুলিশের তৎপরতায় সরকারি বাস চালালেও বেসরকারি বাস চালাননি বাস মালিকেরা। সব্জি বাজার বসেছে।মাছে বাজারে দূরদূরান্ত থেকে বাজারে মাছ নিয়ে হাজির পাইকাররা। সব মিলিয়ে জেলার বাজার বন্ধের মিশ্র প্রভাব দেখা যায়।