নিজস্ব প্রতিনিধি :দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা আবারো বড়োসড়ো সাফল্য পেল।
গঙ্গারামপুর থানার আইসি গৌতম রায় ও গঙ্গারামপুর থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পূর্ব হালদার পাড়ার বাধমোড় এলাকা থেকে ৪৫০০শো বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল ও একইসাথে একটি চারচাকা গাড়ি দুটি মোটরসাইকেল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম শম্ভু সিংহ,তা বাড়ি বংশীহারী থানার উত্তর শিবপুর গ্রামে। জানা যায় এই শম্ভু সিংহ সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাধমোড়ের একটি বাড়ি থেকে নিষিদ্ধ কফ সিরাপ তার চারচাকা গাড়িতে তুলছিল তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা যায় এর আগেও শম্ভু সিংহ বিরুদ্ধে গঙ্গারামপুর থানার নয়াবাজার বাপি নামক এক যুবককে হত্যা করার কেস এ আসামি ছিলসে । কয়েক দিন আগেই সে জামিনে ছাড়া পেয়েছে ।আজ ওই পাচার কারিকে গংগাওরাম্পুর মহকুমা অয়াদালতে পাঠানো হয়। গঙ্গারামপুর থানার পুলিশ ৭দিনার হেপাজত চেয়ে আবেদন করেছে আদালতে ।হেপাজত পেলেই আরো মূল পান্ডাদের খোঁজ পাবে বলে মনে করছে গঙ্গারামপুর থানার পুলিশ।
—