নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে স্বাধীনোত্তর কাল ও সংশোদীয় গনতান্ত্রিক যুগেও আদিবাসীদের শিক্ষা- সংস্কৃতি ও আর্থ সামাজিক পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি।
তারই পরিপ্রেক্ষিতে এদিন বীরভূমের সিউড়ির জেলা শাসকের দপ্তরের মূল দরজার সামনে মাঝিরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে। বিভিন্ন সমস্যা ও মৌলিক অধিকার গুলি বাস্তবায়নের জন্য তারা একটি ১১ দফা গণডেপুটেশন জমা করেন জেলা শাসকের কাছে।
দাবিদাওয়াগুলির মধ্যে অন্যতম হল – ২০১৯ শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি ভাষায় অলচিকি লিপি এবং স্বীকৃত আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক স্তর হইতে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত অতি সত্ত্বর পঠন-পাঠন চালুর ব্যবস্থা করতে হবে।
এছাড়াও আরোও অন্যান্য দাবি দাওয়া রয়েছে। ডি.এম অফিসের ভেতরে তাদের বিক্ষোভ কর্মসূচি চলে। পুলিশ বাঁধা দিতে গেলে পুলিশরা হার মানে তাদের কাছে। প্রশাসন চত্ত্বরের প্রত্যেকটি দরজার সামনে তারা হাতে তির ধনুক নিয়ে দল বেঁধে দাঁড়িয়ে থাকে।
প্রশাসন চত্ত্বরে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তাদের একটাই বক্তব্য, জেলা শাসককে নিজ হাতে তাদের এই দাবি দাওয়া গুলি পূরন করতে হবে।