নিজস্ব প্রতিনিধি : পাওয়ার গ্ৰিডের তার যাওয়া নিয়ে ফের উত্তপ্ত দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের আরজিল্লাপুর গ্ৰাম।
স্থানীয় কৃষকদের অভিযোগ তাঁদের ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে বহিরাগতদের সাহায্য নিয়ে পাওয়ার গ্ৰিড কতৃপক্ষ তাদেরকে ভয় ভীতি দেখিয়ে জোর করে তার টেনে নিয়ে যাচ্ছিল।
কৃষকরা বাধা দিলে বহিরাগতদের দল তাঁদের বেধড়ক মারধর করলে সরিফুল ইসলাম ও এরাফুল ইসলাম রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয়ে বারাসত সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকার চাষীদের দাবি তাঁরা পাওয়ায় গ্ৰিডের পক্ষে কিন্তু সংশ্লিষ্ট কতৃপক্ষকে সিডিউল মেনে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, না হলে চাষের জমি ক্ষতি করে তারা তার টানতে দেবেন না।